বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে চারজনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (৫ জুন) বাহারচড়া কেন্দ্রে বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ জরিমানা করেন।
তিনি বলেন, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন দায়িত্ব পালনকালীন বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে মো. বুলবুলকে ৫০ হাজার টাকা, মো. রিফাতকে ২০ হাজার, মো. আক্কাস উদ্দিনকে ১০ হাজার এবং মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।