ইসরায়েলকে সমর্থন করায় মার্কিন সেনাদের ইরাক ছাড়ার আলটিমেটাম

ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। অন্যথায় মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে এসব গোষ্ঠী।

শনিবার (২১ অক্টোবর) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপির) বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। এরই মধ্যে অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এসব গোষ্ঠী ইরান থেকে সহায়তা পেয়ে থাকে বলে দাবি করে আসছেন বিশ্লেষকরা।

এপির খবরে বলা হয়েছে, ইসরায়েলকে সহায়তা ও সমর্থনের জন্যই এসব হামলা এবং মার্কিন বাহিনীকে ইরাক ত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও হামাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করা হয়েছে।

এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীগুলো বলেছে, এগুলো শুধু সতর্কবার্তা। গুরুত্বপূর্ণ কাজ এখনো শুরু হয়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল হামলার বিষয়েও সতর্ক করেছে তারা।

এসআই/আজকের বেলা
আজকের বেলাইরাকইসরায়েলহামলা
Comments (০)
Add Comment