সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানি পতাকাবাহী মাছ ধরার ট্রলার আল কামবারে তারা কর্মরত ছিলেন।
টানা ১২ ঘণ্টা উদ্ধার অভিযানের পর শুক্রবার এই জিম্মিদশার অবসান হয়। ট্রলারটিও পরীক্ষা করে দেখে ভারতীয় নৌবাহিনীর বিশেষজ্ঞ দল। এটি পরবর্তী গন্তব্যের দিকে যেতে পারবে।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাগরের যেখান থেকে ট্রলারটিকে উদ্ধার করা হয়েছে, তা ইয়েমেনের সোকোত্রা দ্বীপের উপকূল থেকে ৯০ মাইল দূরে। এই অভিযানে ৯ জন সোমালি জলদস্যুকেও আটক করা হয়েছে। তাদের ভারতে নিয়ে আসা হবে।
দস্যুবৃত্তি থেকে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিতে আরব সাগরে নিয়মিত টহল দেয় ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘আইএনএস সুমেধা’ ও ‘আইএনএস ত্রিশূল’। দুটি জাহাজই আল কামবার উদ্ধার অভিযানে অংশ নেয়।