ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে এ হামলা চালায় বলে জানিয়ে আইডিএফ।
এক বিবৃতিতে তারা জানিয়েছে ‘কয়েকমাস ধরে ইরানের ধারাবাহিক হামলার’ জবাবে এ আক্রমণ চালানো হয়েছে।
সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন যে, ইরানের ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা শেষ হয়েছে।
ড্যানিয়েল হাগারি বলেন, আমরা ইরানের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছি। ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিতে এ হামলা চালানো হয়েছে।
হাগারি ইরান সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘প্রয়োজনে ইসরাইল আবারও হামলা চালাতে প্রস্তুত। আমরা জানি কিভাবে প্রতিশোধ নিতে হয় ও প্রয়োজনে আঘাত করতে হয়। এটি আমাদের দিক থেকে একটি স্পষ্ট বার্তা, যে ইসরায়েলকে হুমকি দেবে, তাকে এর মূল্য দিতে হবে।’