১৩০ টাকায় পুলিশে নিয়োগ পেয়েছেন ‘ওরা ১১ জন’

‘লিজা, শুভ, প্রতীক, কাউসার, আনিছ, দোয়েল, সাখাওয়াত, নাবিদ, কাদের, সাফওয়ান ও সাদমান’— ওরা ১১ জন মিরসরাই উপজেলা থেকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

মাত্র ১৩০ টাকার বিনিময়ে অনলাইনে আবেদন করে যাচাই-বাছাই শেষে নিয়োগপ্রাপ্ত হন উপজেলার এই ১১ তরুণ-তরুণী। এর আগে শুক্রবার (১৪ জুন) মিরসরাই থানা পুলিশ ১১ জন নিয়োগপ্রাপ্ত পুলিশের কনস্টেবলদের নাম প্রকাশ করে। পুলিশে নিয়োগ পাওয়া ১১ তরুণকে সন্ধ্যায় মিরসরাই থানা প্রাঙ্গণে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায়।

সদ্য নিয়োগপ্রাপ্ত মায়ানী ইউনিয়নের বাসিন্দা প্রতীক বড়ুয়ার আজকের বেলাকে বলেন, গত বছরের ডিসেম্বরে পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর একটা দোকানে গিয়ে আবেদন করি। এরপর আমাদের যাচাই-বাছাইয়ের দিনক্ষণ জানানো হয়। মৌখিক, লিখিত, শারীরিক ও মানসিক এবং মেডিকেল— সব পরীক্ষায় উত্তীর্ণ হই। আসলে চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। মাত্র ১৩০ টাকার বিনিময়ে সোনার হরিণ পাওয়ার চেষ্টা করে আমি সফল হয়েছি।

নিয়োগপ্রাপ্ত শুভ, দোয়েল ও কাউসারসহ অন্যান্যরা জানান, আমরা দেশ ও জাতির জন্য কাজ করতে চাই। সরকার আমাদের উপর যে দায়িত্বভার দিয়েছেন তার যথাযথ মুল্যায়ন করে মানুষের সেবায় কাজ করতে চাই।

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে এই ১১ জন কনস্টেবল পুলিশে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের কারও কাছে ধরনা দিতে এমনকি কোনো টাকা-পয়সা লেনদেন করতে হয়নি। শুধুমাত্র অনলাইনে আবেদন খরচ ১৩০ টাকা সেটাই লেগেছে।

এছাড়া সদ্য নিয়োগ পাওয়া তরুণদের সততার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায়।

এসএস/এসআই
আজকের বেলাপুলিশমিরসরাই
Comments (০)
Add Comment