বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বাংলাদেশের জন্য হবে ‘গেম চেঞ্জার প্ল্যান’ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
মুখ্য সচিব বলেন, লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও দেশি-বিদেশি বিনিয়োগ— সব মিলিয়ে দেশের অর্থনৈতিক পরিসরে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখতে চলেছে এই শিল্পনগর।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগ, অভ্যন্তরীণ ও বৈদেশিক যে কনজামপশন এ সব মাথায় রেখেই এই বঙ্গবন্ধু শিল্পনগর ৩৩ হাজার ৮০০ একর জমিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এই শিল্পনগর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ১৩৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। এছাড়া প্রায় ১৪ লাখ মানুষ এখানে কাজ করবে। তাদের নিরাপত্তা, বাসস্থান, শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা, বিনিয়োগকারীদের নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি সহায়তাগুলো বাড়াতে হবে। এখানে থানা তৈরি করতে হবে।
এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা ও পুলিশ সুপার এস এম এস শফিউল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।