সংসদ নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক্ষেত্রে আগামী ২১ নভেম্বর থেকে আগামী বছরের ২১ জানুয়ারি দুই মাস বাংলাদেশে অবস্থান করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

তিনি আরও জানান, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে বলেও জানিয়েছেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলাইইউনির্বাচন
Comments (০)
Add Comment