আওয়ামী লীগ-বিএনপিকে নিয়ে সংলাপে বসবে ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের উদ্যোগ হিসেবে আগামী শনিবার (৪ নভেম্বর) দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপিসহ দেশের ৪৪টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ করবে ইসি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চাইছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

অন্যদিকে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ইস্যুতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার উদ্যোগের কথা জানাল ইসি।

সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি। হিসাব অনুযায়ী, ৯০ দিনের গণনা শুরু হবে ১ নভেম্বর থেকে।

এসআই/আজকের বেলা
আওয়ামী লীগআজকের বেলাইসিনির্বাচনবিএনপিসংলাপ
Comments (০)
Add Comment