সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করুন, জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী

সেবা দিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশকে আরও এগিয়ে নিতে আওয়ামী লীগের ওপর আস্থা রাখতেও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গণভবনে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

জনপ্রতিনিধিদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের সেবক। জনগণের ভোটে নির্বাচিত। তাই তাদের সেবা করে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে এগিয়ে যাবেন।

এসময় তিনি বলেন, ’৯৬ তে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দেশকে যতটুকু এগিয়ে নিয়ে গিয়েছিল, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি তা পিছিয়ে দিয়েছিল। আবার যেন দেশ পিছিয়ে না যায় সেটি মনে রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান বলেন, আমাদের যে সম্পদ আছে তা দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশকে আরও এগিয়ে নিতে আওয়ামী লীগের ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এসআই/আজকের বেলা
আওয়ামী লীগআজকের বেলাশেখ হাসিনা
Comments (০)
Add Comment