‘স্মার্ট মিরসরাই’ গঠন নিয়ে মাহবুব রহমান রুহেলের ভাবনা কী? গ্রিন অ্যান্ড ক্লিন মিরসরাই গঠনে রুহেলের পরিকল্পনা কী? তরুণদের এরকম নানা প্রশ্নের উত্তর দিতে মাহবুব রহমান রুহেল উপস্থিত হয়েছেন ‘তারুণ্যের প্রত্যাশা’ নামক অনুষ্ঠানে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মিরসরাইয়ের মহামায়া লেক-এর হান্ডী রেস্তোরাঁর সামনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তরুণ উদ্যেক্তা রিয়াজ বিন আলী।
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলার উপায় যেমন জানতে চেয়েছেন তরুণরা, তেমনই নির্বাচিত হলে মিরসরাইকে কীভাবে পরিচালিত করবেন— সেই প্রশ্নও রাখা হয় মাহবুব রহমান রুহেলের কাছে।
মিরসরাইয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন খাতের অগ্রগামী শতাধিক তরুণ এ অনুষ্ঠানে অংশ নিয়ে স্মার্ট মিরসরাই গঠনে পরিকল্পনা, ভবিষ্যতের চ্যালেঞ্জ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কি ভূমিকা, মাদক নির্মূল— এমন নানা প্রসঙ্গে জানতে চান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলের মুখে।
এ সময় রুহেল বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণদের প্রয়োজন। আমি তরুণদের নিয়ে কাজ করবো। মিরসরাইকে স্মার্ট মিরসরাই হিসেবে গড়ে তুলতে যা যা করার সব আমি করব।
তরুণদের কর্মসংস্থানের ব্যাপারে তিনি বলেন, মিরসরাই ইকোনোমিক জোনে যোগ্যতা অনুযায়ী তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মাদক নির্মূল প্রসঙ্গে রুহেল বলেন, মিরসরাইতে মাদক অবশ্য নির্মূল করতে হবে। না হলে তরুণ প্রজন্ম বিপথে যাবে। আমি এ ব্যাপারটি নিয়ে কাজ করবো।
এছাড়াও তিনি বলেন, মিরসরাইতে আমি একটি টেকনোলজি পার্ক করব। কৃষি জমি রক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করবো। গ্রিন অ্যান্ড ক্লিন মিরসরাই গঠনে যা যা করার সবকিছু নিয়ে আমি কাজ করব।