এবার আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচি অনুযায়ী, রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে দলটি। শনিবার (২৮ অক্টোবর) দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, মহানগর, থানা, জেলা উপজেলা, শহরসহ সারা বাংলাদেশে রোববার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

এর আগে শনিবার নির্ধারিত সময়ের আগেই আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়। এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনস্রোত নামে।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যেগে আয়োজিত এই সমাবেশ শুরু হয় বেলা ১টা ৩০ মিনিটের দিকে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সমাবেশে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। দুপুরের আগেই পুরো এলাকা আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের পুরানা পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, স্টেডিয়াম, সচিবালয় এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দলে দলে বিভিন্ন শাখার মানুষ মিছিল নিয়ে নানা রঙের গেঞ্জি টুপি পরে সমাবেশে উপস্থিত হয়।

সমবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মন্নাফির সভাপতিত্বে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

এদিকে আগামীকাল (রোববার) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের ডাক দিয়ে মহাসমাবেশ সমাপ্তি ঘোষণা করেছে দলটি। শনিবার বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এসআই/আজকের বেলা
আওয়ামী লীগআজকের বেলাকর্মর্সূচিরাজনীতি
Comments (০)
Add Comment