নির্বাচনে যাওয়ার ঘোষণা যুক্তফ্রন্টের

নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

অনুকূল পরিবেশের অভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে যেতে পারিনি। মহান আল্লাহর দয়ায় আমার বক্তব্যগুলো গ্রহণযোগ্যতা হওয়ার কারণে আমি ‍চিরকৃতজ্ঞ। আমাদের সিদ্ধান্তের পরে অনেকেই সমালোচনা করবে। সকলের মন্তব্যের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, আমাদের দুর্নীতি, রিজার্ভসহ অনেক সংকট আছে। প্রধানমন্ত্রী আমাদের দাবি কীভাবে পূরণ করবে আমি জানি না।

তিনি জানান, ১০০টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। জোটে থাকা দলগুলো নিজের নিজের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

সরকার ওয়াদা করেছে জাতির সামনে সুষ্ঠু নির্বাচন করবে সেটা আমরা দেখতে চাই উল্লেখ করে বলেন, আমরা মাঠে দাবি আদায়ে সফল না হয়ে, বিকল্প পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করে অবদান নিতে চাই।

এসআই/আজকের বেলা
আজকের বেলাকল্যাণ পার্টিনির্বাচনযুক্তফ্রন্ট
Comments (০)
Add Comment