চট্টগ্রাম থেকে ওয়াসিকার সঙ্গী দিলোয়ারা ও লুবনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে ওয়াসিকা আয়শা খানের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নতুন দুজন। তাঁরা হলেন— উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম পড়ে শোনান।

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়শা খান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে রয়েছেন। দায়িত্ব পালন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে। এবার তাঁর মন্ত্রিসভায়ও স্থান হচ্ছে বলে মনে করছেন দক্ষিণের মানুষ।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

দিলোয়ারা ইউসুফ চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তিনি। রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে পালন করছেন তিনি। তাঁর স্বামী ইউসুফ সিকদার মুক্তিযুদ্ধের সংগঠক।

শামীমা হারুন লুবনা চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুন একদিকে ভাষা সৈনিক অন্যদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। চট্টগ্রামের রাউজানে তাঁর বাবার বাড়ি, দক্ষিণে শ্বশুরবাড়ি।

এসআই/আজকের বেলা
আওয়ামী লীগআজকের বেলাচট্টগ্রামমনোনয়ন
Comments (০)
Add Comment