নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা সীতাকুণ্ড থেকে পিকআপযোগে ফিশারিঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল তানজিল জানান, নিহতদের মধ্যে রয়েছেন রনি দাশ, অজিত দাশ, দীপু দাশ, কোকিল দাশ ও অগ্নি দাশ।
অন্যদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে আকাশ দাশ (২৮) ও কালা দাশ (৩০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে আছেন সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ ও দীপু দাশ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৫ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আরও জানায়, নিহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় পড়া পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকাজ শেষ করে মরদেহ পুলিশি হেফাজতে হস্তান্তর করা হয়েছে।