পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে মিরসরাইয়ে তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) উপজেলার ৪নং ইউনিয়নের মোবারক ঘোনা, নাহেরপুর ও ধুম এলাকার বিভিন্ন জায়গায় তাল গাছের চারা রোপণ করা হয়।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং ইউনিয়ন চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে ২০২০ সাল থকে ধারাবাহিকভাবে তাল গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ২ হাজার তাল গাছের চারা রোপণ করা হবে বলে জানান তিনি।
এ সময় একেএম জাহাঙ্গীর ভূঁইয়া প্রকৃতির ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালগাছসহ বিভিন্ন উঁচু প্রজাতির গাছের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সবাইকে এই জাতীয় বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, তাল গাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক, অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম। এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা থেকে সহজেই এই ভিটামিনের ঘাটতি পূরণ করা যেতে পারে।
এ সময় প্যানেল চেয়ারম্যান জাফর আহম্মেদ খোকা, মজিবুল হক মজি মিয়াসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।