বিদায় ২০২৩: শান্তিময় নতুন বছরের প্রতীক্ষায় বিশ্ববাসী

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই মহাকালের গর্বে হারিয়ে যাবে আরও একটি বছর। ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টিয়ে বিদায় নেবে ২০২৩ সাল। নতুন সূর্যের মতো বর্ষপঞ্জীতে শোভা পাবে খ্রিষ্টীয় ২০২৪ সাল। নতুন বছরকে বরণ করার প্রস্তুতির পাশাপাশি চলছে বিদায়ী বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব।

পুরাতন বছর ২০২৩ সালকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতাও শেষ। বাংলাদেশসহ গোটা দুনিয়া গেলো বছরটি পার করেছে ব্যাপক চড়াই উতরাইয়ের মধ্যদিয়ে। ভীষণ কঠিন এক সময়ের সামনে দাঁড় করিয়েছে বিশ্বকে। তাই সবার একটাই প্রার্থনা নতুন বছরে স্বস্তি ফিরবে জনজীবনে।

২০২৩ সালে দেশে ঘটে যাওয়া কিছু ঘটনা—

বঙ্গবাজার অগ্নিকাণ্ড
২০২৩ সালের ৪ঠা এপ্রিল রাতের অন্ধকার শেষে আসে এক বিষাদের ভোর। ঘড়িতে তখন ৬টার একটু বেশি। গুলিস্তানের বঙ্গবাজারের ব্যবসায়ীদের জীবনে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। বিধ্বংসী আগুন ছাইভস্ম করে দেয় তাদের সব স্বপ্নের অবলম্বনকে।

লাগামহীন বাজার এবং টালমাটাল অর্থনীতি
দেশের রাজনীতি শুধু নয়, অর্থনীতি এবং বাজারেও প্রতিবেশী ভারতের সিদ্ধান্তের বড় প্রভাব থাকে। সদ্যই তারা রপ্তানি বন্ধের ঘোষণা দিলে রাতারাতি বেড়ে যায় পেঁয়াজের দাম।

২২ বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু
দেশে ২০০০ সালের পর চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। শুধু জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত এক হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে।

তবে হিসাব-নিকাশ কষে দেখা গেছে খাত বিশেষে সরকারের কিছু পদক্ষেপ-অর্জনও রয়েছে।
উন্নয়নে নতুন নতুন মাত্রা

বিদায়ী বছরে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যাত্রা করেছে বাংলাদেশ।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে সেপ্টেম্বরে।

টানেল যুগে প্রবেশ
এ বছরই টানেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ২৮ অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেল যোগাযোগ
দেশের রেলযোগাযোগেও নবযাত্রা ছিল এবার। ১১ নভেম্বর কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন প্রধান মন্ত্রী। চালু হয়েছে ঢাকা-কক্সবাজার রেলপথ । রেলগাড়ির মাধ্যমে পদ্মাসেতুর দুই পাড়ের সংযোগ যোগাযোগের ইতিহাসে নতুন এক মাত্রা।

আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া কিছু ঘটনা—

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি
ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। ৬ ফেব্রুয়ারি ভোরে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় আঘাত হানে প্রথম ভূমিকম্প। প্রথম ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৭।

জমকালো অভিষেকে চার্লসের মাথায় রাজমুকুট
যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস এক বছর আগে ক্ষমতা পেলেও সিংহাসনে রাজ্যাভিষেক হয় এ বছরের ৬ মে। এদিন প্রায় ১০০ বিশ্বনেতার সামনে রাজমুকুট পরে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন তিনি।

চীনের তৈরি উড়োজাহাজের প্রথম বাণিজ্যিক ফ্লাইট
এ বছর প্রথমবারের মতো নিজস্ব তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ২৮ মে সি৯১৯ মডেলের উড়োজাহাজ সাংহাই থেকে বেইজিংয়ে ফ্লাইট পরিচালনা করে।

চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবতরণ
গত ২৩ আগস্ট ভারতের স্থানীয় সময় ৬টায় ৩ মিনিটে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের মাটিতে নামতে ১৯ মিনিট সময় লাগে বিক্রমের। এর মধ্যে দিয়ে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসেবে লেখায় ভারত।

আক্রমণ-পাল্টা আক্রমণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। এর পর এ যুদ্ধে আর্থিক, সামরিক, কূটনৈতিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব।

এসআই/আজকের বেলা
আজকের বেলাবাংলাদেশ
Comments (০)
Add Comment