তীব্র শীত আর কতদিন, যা বলছে আবহাওয়া অফিস

সারা দেশে জেঁকে বসেছে শীত। আর শীতে কাঁপছে জনজীবন। সেই সঙ্গে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এমন অবস্থায় সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকেও।

দেশের চারটি জেলা- কিশোরগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা এবং দিনাজপুরের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন। এছাড়াও বৃষ্টির পর ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন তারা।

রাজধানীতে সারাদিনে সূর্যের দেখা মিলেছে হাতেগুণে দুয়েকবার। দিন গড়িয়ে রাত নামার সঙ্গে সঙ্গে আরও বেড়েছে ঠান্ডার তীব্রতা। রয়েছে মৃদু কুয়াশাও। হিমেল বাতাসের দাপটে খেটে খাওয়া মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

আবহাওয়াবিদরা বলছেন, আজ (১৩ জানুয়ারি) শনিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কিছু বাড়তে পারে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে দিনের বেলা কুয়াশাচ্ছন্ন অবস্থা আরও দু-তিন দিন অব্যাহত থাকবে। এই কুয়াশার কারণে সূর্যের আলো কম থাকায় শীতের যে অনুভূতি তা আরও কদিন অব্যাহত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলাআবহাওয়াশীত
Comments (০)
Add Comment