মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা এলাকার বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার অঞ্জন বড়ঁঈ (২১) ও একই এলাকার ফয়সাল হক (২২)।
জানা যায়, মঙ্গলবার সকালে কুমিল্লার লালমাই থেকে চার বন্ধু খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন। এ সময় পানির স্রোত বেশি ও পাহাড়ি পথ দুর্গম দেখে তারা ঝর্ণা না দেখেই ফিরে যাচ্ছিলেন। পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙ্গে পড়ে। এতে বিদ্যুতায়িত গাছের ডালের সাথে লেগে ২ জনের মৃত্যু হয়। এ সময় সাথে থাকা দুজন বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিফাত সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। তাদের সাথে থাকা বন্ধুরা ট্রমাতে আছেন, তাই কোনো তথ্যই জানা যাচ্ছে না।
যোগাযোগ করা হলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝর্ণায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই। খোঁজখবর নিচ্ছি।