টাইগার পেসারদের প্রশংসায় ভারত কোচ

এশিয়া কাপে আগামীকাল (শুক্রবার) নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। তবে সুপার ফোরের শেষ ম্যাচে অন্তত সাকিব আল হাসানের দল সান্ত্বনার জয় পেতে চায়। অন্যদিকে আগেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করায় ম্যাচটিতে কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখার কথা ভাবছে ভারত। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাসকিন-শরীফুলদের নিয়ে প্রশংসা ঝরেছে ভারতের ফিল্ডিং কোচের মুখে।

ম্যাচের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় বোলিং কোচ পরশ মাম্বরে। তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে। তাদের কোয়ালিটিফুল ফাস্ট বোলার উঠে আসছে। গত বিশ্বকাপে তাদের বিপক্ষে খেললাম তখনও দেখেছি। তাদের এখন ভালো ভালো পেসার আছে।’

বাংলাদেশের সঙ্গে ম্যাচটি চ্যালেঞ্জিং হতে পারে বলে মন্তব্য পরশের, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’

কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামে রাখার বিষয়টি আলোচনায় রয়েছে। সে বিষয়ে তিনি বলেন, ‘এখনও কাউকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হ্যাঁ, এই ম্যাচ অন্যদের পরখ করে নেওয়ার একটা সুযোগ। যেহেতু আমরা ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছি। বাকি খেলোয়াড়দের একটা ম্যাচ খেলার সুযোগ দেওয়ার সময় এসেছে। তাই অবশ্যই বিশ্রামের ব্যাপারটা খোলা আছে। আমরা তো ফাইনালে উঠেই গেছি। দেখা যাক কাল কি হয়। আমরা দলের প্রয়োজন অনুযায়ীই সব করব।’

আগামীকাল বিকেল সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। যথারীতি এই ম্যাচেও বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে। পারিবারিক কারণে এই ম্যাচে টাইগার একাদশে থাকছেন না অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার পরিবর্তে একাদশে নতুন কাউকে দেখা যেতে পারে।

আজকের বেলাভারত
Comments (০)
Add Comment