শতভাগ ফিট আছেন সাকিব, জানালেন শান্ত

চোট নাকি বিশ্রাম—সাকিব আল হাসান কী কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি, তা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে দুই সূত্রে দুই রকমের খবর পাওয়া গিয়েছিল।

একটি সূত্র বলেছে, সাকিব অনুশীলনে বল খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। আরেকটি সূত্র জানিয়েছিল, বাংলাদেশ অধিনায়ক বিশ্রামে আছেন।

সাকিবের ফিটনেস নিয়ে যখন আলোচনা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তিনি টস করতে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব এই বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে।

আরও পড়ুন: ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের সঙ্গে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস করতে নেমেছেন নাজমুল। গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে তিনি ব্যাটিং নিয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দল ১৫৩ রান তুলেছে। এখন বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।

টসে স্বাভাবিকভাবেই সাকিবের ফিটনেসের প্রশ্নটি এসেছে। সেখানে নাজমুল বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছে।’ টসে জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। আগে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা ভালো।’

নাজমুল এরপর যোগ করেন, ‘সর্বশেষ ম্যাচটা আমরা ভালো খেলেছি। মূল লড়াইয়ে নামার আগে এটা আমাদের নিজেদের প্রস্তুত করে নেওয়ার শেষ সুযোগ। ’

এসআই/আজকের বেলা
আজকের বেলাক্রিকেটবাংলাদেশসাকিব আল হাসান
Comments (০)
Add Comment