বিশ্বকাপের সবচেয়ে জমজমাট পর্ব শুরু হচ্ছে আগামীকাল। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।
কিউইরা এবারও কী টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে পারবে? গত বিশ্বকাপের সেমিফাইনালের মতো এবারও কী ভারতকে বিদায় করে দিতে পারবে তারা?
এসব নানা হিসাব-নিকাশ সামনে রেখেই এবারের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে কেন উইলিয়ামসনের দল। কিউইরা আত্মবিশ্বাসী, বিশ্বকাপের সেমিতে ভারতকে হারাতে পারবে।
যদিও গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিলো নিউজিল্যান্ড। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে ভারতকে মনে হচ্ছে অপ্রতিরোধ্য। ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং- কোনো অংশে তারা কম নয়। প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি খেলোয়াড় রয়েছেন দুর্দান্ত ফর্মে। সুতরাং, তাদেরকে অজেয়ই মনে হচ্ছে প্রায় সবার।
তবে কিউই পেসার লকি ফার্গুসন মনে করছেন, ভারতকে হারানো অসম্ভব কিছু নয়। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিপক্ষে নিজেদের সমৃদ্ধ পরিকল্পনা তৈরি করে হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন, ‘আমরা কয়েকটা ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছি। এমন নয় যে বড় ব্যবধানে হারতে হয়েছে। পাকিস্তানের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে হেরেছি; কিন্তু আমাদের মনোবল কমেনি। কারণ, আমরা ভাল ক্রিকেট খেলেছি। সেটাই সেমিফাইনালে খেলতে চাই। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও ওদের হারানো অসম্ভব নয়।’
নিউজিল্যান্ডের এই পেসার জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের জন্য পরিকল্পনা করে ফেলেছেন তারা। ফার্গুসন বলেন, ‘নক আউটের চারটি দলই শক্তিশালী। সব দলেই ভালো ক্রিকেটার আছে। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিলাম। সেটা মাথায় আছে। ওদের শক্তি ও দুর্বলতা আমরা ভালভাবে জানি। সেভাবেই পরিকল্পনা তৈরি করেছি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরিকল্পনা হয়েছে। সেগুলো মাঠে কাজে লাগানোর চেষ্টা করব।’
সেমিফাইনালে মাঠ ও পিচ বড় ভূমিকা নিতে পারে বলে মনে করেন ফার্গুসন। তিনি বলেন, ‘ওয়াংখেড়েতে আমরা খেলেছি। ওখানকার মাঠে বাউন্স বেশি থাকে। সেটা আমাদের পেসারদের মাথায় আছে। ব্যাটাররাও সুবিধা পায়। তাই সমানে সমানে লড়াই হবে। আমরা তৈরি।’