সবারবেলায় সত্য বলি

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে চবিতে বিক্ষোভ

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে একদল শিক্ষার্থী।

মিছিল সোহরাওয়ার্দী হলের মোড়, আলাওল ও এ.এফ রহমান হল, পরিবহণ দফতর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রহমান বলেন, ‘আমাদের অসংখ্য ভাইবোনকে শহিদ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা পলাতক থেকে ফেব্রুয়ারি মাসে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাদের বলতে চাই, তোমরা আসো, তোমাদের বিচার করতে এদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এদেশে কখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরে আসতে পারবে না।’

সহ-সমম্বয়ক হাবিবুল্লাহ খালেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করুন। আমরা বিপ্লবী সরকার গঠন করবো। ছাত্রলীগের মোকাবিলা করার জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকলে প্রস্তুত। স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামীলীগ ফ্যাসিবাদের কোনো নাম-নিশানা থাকতে পারে না।’

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.