সবারবেলায় সত্য বলি

আসুন, দেখা হবে, কথা হবে: মিজানুর রহমান আজহারী

নগরের চকবাজার প্যারেড মাঠে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে চট্টগ্রাম বিভাগের বন্ধুদের আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ড. মিজানুর রহমান আজহারী পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রাম বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ঐতিহাসিক প‍্যারেড ময়দানে, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান মুফাচ্ছির হিসেবে অংশ নেবেন ড. মিজানুর রহমান আজহারী।

মাহফিল সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।

এসআিই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.