সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এদের কেউ কেউ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলা এবং অন্যরা সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত নগরীর ১৬ থানা এলাকায় টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

CHT chatroleuge ১

গ্রেফতার ৪২ জনের মধ্যে ১৬ জন আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন পদে আছেন। এরা হলেন— জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের দুই নম্বর ইউনিটের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুমান (৩০), নগর ছাত্রলীগের সহ-সম্পাদক জহির উদ্দিন (৪৭), উপ-ছাত্র বিষয়ক সম্পাদক আবির সেনগুপ্ত (৩০), হকার্স লীগের স্টেশন রোড ইউনিটের সভাপতি অনিক সেন গুপ্ত (৩০), একই সংগঠনের কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), ইকবাল হোসেন (৩৪), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৩০), নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলী (৫৫), একই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম (২৫), সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর(৩৪) এবং কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান (৩৫)।

CHT chatroleuge 2

এছাড়াও গ্রেফতার অন্যরা হলেন— মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), ইশতিয়াক মুন্না (৩৫), ইলিয়াছ (৫১), মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান হিরা (৫৩), মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), ফরহাদ (২৮), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) এবং সাইফুল ইসলাম (৩০)।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.