সবারবেলায় সত্য বলি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি বিবাদমান গ্রুপ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ক্যাম্পাসের একটি চায়ের দোকানে দুই পক্ষের তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জানা যায়, সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে জড়ায়। সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু। এর মধ্যে সিক্সটি শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে।

সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী আমাদের উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে। আজকেও সে নেশা করে হলের সামনে উশৃংঙ্খল আচরণ শুরু করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়।

সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র‌্যাগ ডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক অবস্থানে আছি।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.