সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, লোকজনকে সরিয়ে নিচ্ছে প্রশাসন

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে চট্টগ্রাম নগরে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি তৌহিদুল ইসলাম জানান, আবহাওয়া অধিদপ্তর ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে। এরই প্রেক্ষিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।

তিনি আরও জানান, নগরের আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড়, বেলতলীঘোনা পাহাড় থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.