সবারবেলায় সত্য বলি

সিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) পুলিশ আইজি বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। যদিও বিষয়টি জানাজানি হয়েছে আজ সোমবার (২ ডিসেম্বর)।

প্রজ্ঞাপনে বলা হয়, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ পেয়ারকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বন্দর জোনের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজকে কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উপ-কমিশনার মুকুর চাকমাকে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিএমপির সহকারী কমিশনার অতনু চক্রবর্তীকে সহকারী পুলিশ সুপার হিসেবে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সব্যসাচী মজুমদারকে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.