নগরের খুলশী এলাকার একটি ফ্ল্যাটে ডিজিএফআই সদস্য পরিচয়ে ডাকাতির সময়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, তিনটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) খুলশী থানার সানমার রয়্যাল রিচ বিল্ডিংয়ের ৮ম তলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে লুটের চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তরা।
সিএমপির ডেপুটি কমিশনার (ক্রাইম) রইস উদ্দিন বলেন, ‘আটককৃতরা পেশাদার ডাকাত। এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এমন ঘটনার সঙ্গে জড়িত ছিল। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ জনের একটি দল শুক্রবার রাত ১০টার দিকে দুটি মাইক্রোবাসে করে ভবনটির সামনে আসে। তারা তিনজন নিরাপত্তারক্ষীকে জোরপূর্বক হাত পা ও চোখ বেঁধে ফেলে। এরপর তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ সরিয়ে ফেলে এবং বিল্ডিংয়ের ইন্টারকম সংযোগ বিচ্ছিন্ন করে।
এরপর তারা ৮ম তলার ফ্ল্যাটে প্রবেশ করে লুটপাট শুরু করে। ভল্ট ভাঙার চেষ্টা চলাকালীন আশপাশের বাসিন্দারা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান কাউছার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। অভিযানের সময় ১২ জন ডাকাতকে আটক করা হয়। তবে দলটির আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।’
পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে কয়েকজন বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে। খুলশী থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।