সবারবেলায় সত্য বলি

পুকুর ঘাটে মিললো অস্ত্র ও গুলিসহ নগদ টাকা

আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে পুকুর ঘাটে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র-গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডে মুসলিম রেঞ্জারের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর ঘাটে লুকিয়ে রাখা ১টি দেশিয় এলজি, ১টি তুরস্কের তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বরুমচড়া ইউনিয়নে এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে বাড়ির পুকুর ঘাটে লুকানো অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.