সবারবেলায় সত্য বলি

আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আনোয়ারার চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইয়াছিন হিরু।

তার বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে রোববার (৩ আগস্ট) আদালতে পাঠানো হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.