বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে মিরসরাইতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। সমাবেশ শেষে মোটরসাইকেল নিয়ে উপজেলাজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মিরসরাই উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সমাবেশ শেষে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রথমে মিরসরাই থেকে বড়দারোগারহাট, এরপর বারৈয়ারহাট ধুমঘাট ব্রিজে গিয়ে শেষ হয়। এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা আজকের বেলাকে বলেন, বিএনপি-জামায়াত তিনদিনের অবরোধ দিয়েছে। তারা সাধারণ মানুষকে জিম্মির অপরাজনীতি শুরু করেছে। কিন্তু তাদের অপকর্ম মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, যুবলীগ সাধারণ মানুষের পাশে অতীতেও ছিল, এখনও আছে এবং থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তায় যুবলীগ মাঠে নেমেছে। মিরসরাইতে এই অপশক্তির ঠাঁই হয়নি এবং হবেও না। তারা যতদিন জ্বালাও পোড়াও কর্মসূচি দিবে, ততদিন আমরা মাঠে থাকবো।