নগরের কাজির দেউড়ি ও নন্দনকানন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ২টার দিকে কাজির দেউড়ি ও নন্দনকানন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী সড়কে নেমে আসে। স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ৫ ডাকাতকে আটক করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, এলাকায় ডাকাতি হচ্ছে খবর পেয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয়। পরে লোকজন লাঠিসোঁটা ও যার যা ছিল তা নিয়েই রাস্তায় বেরিয়ে আসেন এবং তাদের ধাওয়া করেন।
তারা বলেন, যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগ টোকাই এবং উঠতি তরুণ। তাদেরকে অস্ত্র এবং টাকা সরবরাহ করে এসব প্ল্যান করে করা হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন, তারা নিজ উদ্যোগে এই কাজটি করছেন। যতক্ষণ না থানায় পুলিশ ফেরে ততক্ষণ তারা নিজেদের নিরাপদ মনে করছেন না। দেশে একটি নৈরাজ্য পরিবেশ তৈরি করে জনমনে অশান্তি তৈরির জন্যই একটি চক্র এমন করছে বলে মনে করেন তারা।