সবারবেলায় সত্য বলি

কাপ্তাই বাঁধের পানি ছাড়ার বিষয়টি গুজব

রাঙামাটির ‘কাপ্তাই বাঁধ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ৩টায় ছাড়া হবে’— এমন একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব।’

তিনি বলেন, ‘কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত লেকে পানি ছিল ১০৩ ফুট এর কিছু বেশি। অন্তত আরো ৬ ফুট বাড়লে পানি ছাড়া হতে পারে। টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই।’

ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের আরো জানান, আর যদি পানি ছাড়তেই হয়; তবে অন্তত ৬ ঘন্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। পানি ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষ কোন মাইকিং করেন। আগামীতেও করার সম্ভবনা নেই।

এদিকে এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি এমনটা নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.