মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মিরসরাই থানা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদর প্রদক্ষিণ করে। মিছিল শেষে ওভারব্রীজের নিচে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও উপজেলা শহর শাখার সভাপতি সাকিবুল হাসান।
এ সময় বক্তারা ২০০৬ সালে সংগঠিত ন্যাক্কারজনক লগি-বৈঠার হামলার তীব্র প্রতিবাদ এবং তাতে দোষিদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
পাশাপাশি গত ১৫ বছরে আওয়ামী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, মাঠপর্যায়ে আবার আগের মতো কোনো ঘটনার জন্ম দিতে আসলে কাউকেই ছাড় দেওয়া হবে না।