মহেশখালীতে অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. সাজেদ (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ নভেম্বর) মধ্যরাতের অভিযানে গ্রেপ্তার মো. সাজেদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বলেন, শুক্রবার মধ্যরাতে বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে থ্রি-জি রাইফেল, দু’নলা বন্দুক, এক নলা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।
এমএ/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন