কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) একটি প্রাইভেট গাড়ি যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকা থেকে র্যাবের একটি দল তাকে আটক করে।
এরপর তাকে রাতেই কক্সবাজার নিয়ে আসার পর আজ (শনিবার) দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, তাকে গ্রেপ্তারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় দেওয়া হয়। এরপর তাকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন