রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনার পরপরই উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। একইসঙ্গে জানানো হয়েছে, শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার।
মঙ্গলবার (২৯ জুলাই) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে, মঙ্গলবার বিকেলে রাউজানের সত্তারঘাট এলাকায় বিএনপির দুপক্ষে তুমুল সংঘর্ষ হয়। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় খোন্দকারের গাড়ি ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খোন্দকারের অনুসারীরা অভিযোগ করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজন তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসার পর সন্ধ্যার মধ্যেই কেন্দ্র থেকে দ্রুত খোন্দকারের নেতৃত্বাধীন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হলো।