সবারবেলায় সত্য বলি

হাটহাজারীতে ঝটিকা মিছিলের চেষ্টা, দুই ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

হাটহাজারীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের বদিউল আলম হাট (বৈদ্দে হাট) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরফান উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়া ঘোনা এলাকার আরফান কবির আহম্মদ মাস্টার বাড়ির আব্দুল্লাহর ছেলে এবং মিরাজ উদ্দিন সোবহান সওদাগর বাড়ির নেজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদিউল আলম হাট (বৈদ্দে হাট) এলাকায় উত্তর জেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়।

এ সময় স্থানীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক তাদের বাধা দিলে মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের সদস্যরা তার ওপর হামলা চালায়। পরে ফারুক ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় রাত ১২টার দিকে আরফান ও মিরাজকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.