সবারবেলায় সত্য বলি

এমপি হওয়ার আশায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

এমপি হওয়ার আশায় সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়তে পদত্যাগপত্র জমা দিয়েছেন এস এম আল মামুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি চেয়ারম্যান পদ ছাড়ছেন।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এতে বলা হয়, আমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার পারিবারিক/ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছি না বিধায় উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি। সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগপত্র গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

এদিকে চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়ছেন বলে জানিয়েছেন এস এম আল মামুন। তিনি আজকের বেলাকে বলেন, এর আগেও আমি দল থেকে মনোনয়ন চেয়েছিলাম। সেবার উপজেলা চেয়ারম্যানের পদে থাকায় মনোনয়ন পাইনি। তাই এবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছি।

এস এম আল মামুন বলেন, আমি যুবলীগের সভাপতি ছিলাম। এখন উপজেলা আওয়ামী লীগের সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি দুই দুইবার সফলভাবে উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। এ এলাকার মানুষের জন্য আরও কাজ করতে চাই। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) শাহিনা সুলতানা আজকের বেলাকে বলেন, এখনও এরকম কোনো কাগজ আমার হাতে আসেনি। হয়তো বিভাগীয় কমিশনার স্যারের দফতরের আসতে পারে। পরে সেখান থেকে আমার কাছে আসবে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.