বিএনপি-জামায়াতের অবরোধ, অগ্নি সন্ত্রাস, হরতাল, পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯টায় মিছিলটি ফৌজদারহাট বাইপাস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জিকু, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর সুমন, যুগ্ম আহ্বায়ক শওকত আলম, সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রেজাউল করিম সাগর, যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ কাদের।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ রহমান, নুরে আলম সিদ্দিক, গিয়াস উদ্দিন, বাবর উদ্দিন সাগর, রিপন, রিয়াজ উদ্দিন শাহিন, কামাল উদ্দিন, শিবলী, সাইদুল, সুজন, নূর হোসেন মিরাজ, আবু বক্কর, রাজীব চন্দ্র ও গিয়াস উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু বলেন, বিএনপি-জামায়াতের কোনো চক্রান্ত বাংলার মাটিতে সফল হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে আমরা মাঠে আছি। বিএনপি দেশের মানুষের কণ্ঠরোধ করার জন্য মানুষের ওপরে, পুলিশের ওপরে ও সাংবাদিকের ওপর হামলা করেছে।
তিনি বলেন, বিএনপি হলো স্বাধীনতাবিরোধী। তারা দেশকে ধ্বংস করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য ১৭ কোটি মানুষকে অবরুদ্ধ করতে এই কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত। তাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আমরা আছি, থাকব।