সবারবেলায় সত্য বলি

আটক ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকারকালে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিল মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। বুধবার (৯ অক্টোবর) দুপুরে নাফ নদীর টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট হয়ে তারা ফেরত আসেন।

এ সময় ছেলেদের বুকে পেয়ে খুশি জেলেদের স্বজনেরা। সরকারের সহযোগিতায় আরাকান আর্মির বন্দি দশা হতে দেশে ফেরত আনায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ফেরত আসা জেলেরা হলেন— সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।

বুধবার দুপুরে টেকনাফ বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলেদের আটকের খবর শোনে আমরা মিয়ানমার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত আনতে সক্ষম হয়েছি। এখন জেলেদের আমরা তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে তারা টেকনাফ শহরের পূর্বে নাফ নদীতে মাছ শিকার করতে যায়। ওই সময় তাদের বোটের ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেরামপুরো ঘাট হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসে তাদের বোটসহ ধরে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির উপ অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, ইন্টেলিজেন্স অফিসার মেজর ইশতিয়াক আহমদ।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.