সবারবেলায় সত্য বলি

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এনআরবিসি ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারী লেন ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে এনআরবিসি ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’। এনআরবিসি ব্যাংকের টেরিবাজার উপশাখার উদ্যোগে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ ব্যাংকিং সুবিধা।

১৮ থেকে ৩২ বছর বয়সী শিক্ষার্থীরা বিনামূল্যে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। সঙ্গে থাকছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। এছাড়া শিক্ষার্থীদের জন্য নিয়মিত সঞ্চয়ী হিসাবের থেকে সুদের হার বাড়িয়ে ৬ শতাংশ পর্যন্ত বাড়তি সুদ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

IMG 20250922 194035

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ব্যাংকের এ ধরনের সুযোগ তাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। বিশেষ করে বাড়তি সুদের হার ও আন্তর্জাতিক লেনদেনের সুবিধা শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে।

এনআরবিসি ব্যাংক টেরিবাজার শাখার ব্যবস্থাপক ফজলে সাদেক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এ আয়োজন করা হয়েছে। আমরা চাই, তারুণ্য থেকেই শিক্ষার্থীরা আর্থিকভাবে সচেতন হয়ে উঠুক।

 

ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের সুবিধা আরও সম্প্রসারিত করা হবে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

Get real time updates directly on you device, subscribe now.