চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মিরসরাইয়ের মানুষের জন্য কোটা রাখতে হবে। ইঞ্জি. মোশাররফ হোসেন আগেও প্রধানমন্ত্রীকে এ দাবি জানিয়েছেন।
তিনি বলেন, এখানে যারা ভেড়া পালন করতো তাদের জায়গা বেজা অধিগ্রহণ করেছে। তাদের পরিবারকে সুরক্ষিত করতে হবে। তাদের পরিবারকে প্রশিক্ষিত করতে হবে। এছাড়াও মানুষের দক্ষতা বাড়াতে এবং সোশ্যাল ইস্যুতে একসাথে আমি বেজার সঙ্গে কাজ করবো। বঙ্গবন্ধু শিল্পজোন শুধু মিরসরাইয়ের জন্য না, সারা বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা।
মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রুহেল এসব কথা বলেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবিএম ফখরুজ্জমান। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাংসদ মাহবুব উর রহমান রুহেল, বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছিন পারভীন তিবরিজি, পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস-এর প্রতিনিধি, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিএমপি’র অতিরিক্ত কমিশনার মোস্তাফিজুর রহমান, মিরসরাইয়ের ইউএনও মাহফুজা জেরিন, বেজা’র পরামর্শক আব্দুল কাদেরসহ সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ভুগর্ভস্থ পানি শিল্প কারখানার জন্য ব্যবহার না করার অনুরোধ জানিয়ে মাহবুব উর রহমান রুহেল বলেন, এটা মিরসরাইয়ের জনগণের হক। শিল্পের জন্য এই পানি ব্যবহার করা যাবে না। এছাড়াও খাল সংরক্ষণ ও সম্প্রসারণয়ের উপর জোর দেন তিনি।
এ সময় রুহেল যত্রতত্র স্থাপনা নির্মাণ, কৃষি জমি বেদখল থেকে রক্ষা করা, সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও শৃঙ্খলা রক্ষার্থে মিরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ গড়ার প্রস্তাব দেন।