সবারবেলায় সত্য বলি

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষ্যে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির।

চাকসু নির্বাচনে ভিপি পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন ও এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দিয়েছে সংগঠনটি। এছাড়া ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম বিপ্লবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চাকসু নির্বাচন ২৮টির পদের মধ্যে ২৬টি পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। এর আগে বিচ্ছিন্নভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা।

আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়। চাকসু নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Get real time updates directly on you device, subscribe now.