দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে চট্টগ্রামের ১৬ আসনের মনোনয়ন প্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ। এখানকার ১৬টি আসনের মধ্যে ৪টিতে নতুন মুখ এনেছে আওয়ামী লীগ।
চট্টগ্রামে যারা মনোনয়ন পেছয়েছেন—
চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খদিজাতুল আনোয়ার সনি
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহাফুজুর রহমান মিতা
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এস এম আল মামুন
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আব্দুস সালাম
চট্টগ্রাম-৬ (রাউজান) ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ড. হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) নোমান আল মাহমুদ
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) মহিবুল হাসান চৌধুরী নওফেল
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম এ লতিফ
চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আবু রেজা মোহাম্মদ নদবি
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে চার দিনব্যাপী দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চার দিনে সারা দেশে তিন হাজার ৩৬২টি ফরম বিক্রি ও জমা হয়।