সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জয়নাল আবেদীন সিদ্দিক (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি ডায়বেটিক, নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। জয়নাল আবেদীনের বাড়ি চট্টগ্রাসের চন্দনাইশ উপজেলায়।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ জনের। সর্বশেষ গত মাসের ২৭ জুন এক নারীর মৃত্যু হয়। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মোট করোনা শনাক্ত হয়েছে ১৯৩ জনের।

Get real time updates directly on you device, subscribe now.