সবারবেলায় সত্য বলি

জুলাইয়ের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় হওয়ার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন যে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে, এত বিলম্ব করার কোনো কারণ নেই। এখন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সরকারের মাঝেও মোটামুটি স্থিতিশীলতা এসেছে, নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিটির প্রতিবেদনও এ মাসে এসে যাবে…সুতরাং, আর বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না।

“জুলাই-অগাস্টের মাঝেই নির্বাচন সম্ভব” উল্লেখ করে মির্জা ফখরুল দলের পক্ষ থেকে ‘সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ে’ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। তার মতে, নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.