সবারবেলায় সত্য বলি

রকেট হামলায় বিপাকে ইসরায়েল, রেড অ্যালার্ট জারি

উপুর্যুপুরি রকেট হামলায় বিপাকে ইসরায়েল। শনিবার (২১ অক্টোবর) রাজধানী তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বাট ইয়াম, আশদদ শহরে রকেট হামলার পর অন্তত ১৮ টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়।

এর আগে দক্ষিণ ইসরায়েলের কিছু শহরে হামলা করে ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ। এখন পর্যন্ত এসব হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। এসব হামলার পরেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ ১৮টি অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে।

রেড এলার্ট জারি করা এসব জায়গার ভেতর রয়েছে— তেল আবিবের সিটি সেন্টার, দক্ষিণ তেল আবিব, জাফফা, বাত ইয়াম এবং লাখিস অঞ্চলের আসদদের উত্তরের শিল্পাঞ্চল, আসদদের আলেফ, বেত, দালেত, হেহ। এছাড়া দক্ষিণ শেফালার কাফর হানাগিদ অঞ্চলেও রেড এলার্ট জারি করা হয়েছে।

টানা দুই সপ্তাহ পেরিয়ে ১৫তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। তবে এ সময়ে কতজন সেনা ও পুলিশ কর্মকতা নিহত হয়েছেন তা এতদিনে জানা জায়নি। এবার সে সংখ্যাও জানিয়েছে ইসরায়েল। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে মোট ১৪০৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া দেশটি হামাসের হাতে বন্দিদের সংখ্যাও জানিয়েছে। তারা বলছে যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাতে ২১০ ইসরায়েলি সেনা ও বেসামরিক লোক বন্দি হয়েছেন। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.