সবারবেলায় সত্য বলি

মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে খুন হন বাকলিয়ার মহিউদ্দিন

নগরের বাকলিয়ায় থানা এলাকায় মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মো. সুমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে বাকলিয়ার তক্তারপুল খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় তার সহযোগী মো. আসিফ (২৬)।

গ্রেপ্তার সুমনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তবে তিনি বর্তমানে বাকলিয়ার দৌলতখানের কলোনিতে বসবাস করছিলেন।

সুমনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ জানায়, গত ২৫ জুলাই বিকেলে আরাকান রোড সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে মো. মহিউদ্দিন (৪৫) নামের একজনকে গুলি করে হত্যা করেন তিনি ও পলাতক আসিফ। হত্যার কারণ হিসেবে তিনি মাদক ব্যবসায় আধিপত্য ও পূর্ব শত্রুতার কথা জানান।

আসামির দেখানো মতে, বাকলিয়ার তক্তারপুল এলাকার খালের পাড়ে একটি ইটের স্তূপের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ‘AUTO PISTOL’ এবং ‘MADE IN U.S.A.’ খোদাই করা ছিল। প্রতিটি গুলিতে লেখা ছিল ‘KF 7.65’।

গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং।

এর আগে ২৫ জুলাই দুপুরে থানার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন হাশেম ম্যানশনের নিচতলার একটি কক্ষের ওয়াশরুম থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। যে স্থান থেকে মহিউদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে ঠিক ওই স্থানেই ২০১৩ সালে ইকবাল নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.