সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে বিদেশি মদের ব্যাপারি জেলা ছাত্রলীগের সহসভাপতি!

সন্দ্বীপে ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার মদগুলো মারুফ হাসান ফয়সাল নামে এক ছাত্রলীগ নেতার বলে জানিয়েছে পুলিশ

মারুফ হাসান ফয়সাল উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি। বিক্রির উদ্দেশ্যে এসব মদ মজুত করেছিলেন তিনি। এদিকে তাহের নামের ওই যুবক ধরা পড়ার পর থেকে ফয়সাল পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

সোমবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এনাম নাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জানায়, উদ্ধার করা মদের বোতলের মধ্যে রয়েছে Mc Dowells No1 Luxury লেখা ৫টি মদের বোতল, Officers Choice Blue লেখা ১২টি মদের বোতল ও MAGIC MOMENTS GRAIN VODKA লেখা ৬টি মদের বোতল।

chattogram sandwip chattraleague vice president wine shop2

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আজকের বেলাকে বলেন, ২৩ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তি প্রাথমিকভাবে ফয়সাল নামে আরেকজনের সম্পৃক্ততার কথা জানান।

এ ঘটনায় মারুফ হাসান ফয়সাল ও আবু তাহেরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে ফয়সাল পলাতক রয়েছেন বলে জানান তিনি।

পুলিশ জানায়, হারামিয়া ৮ নম্বর ওয়ার্ডের এনাম নাহারের পাশে একটি বসতবাড়িতে ঈদ উপলক্ষে বিদেশি মদ মজুত করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩ বোতল ভারতীয়মদসহ তাহের নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক জনসম্মুখে তথ্য দিয়েছেন, বোতলগুলো চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মারুফ হাসান ফয়সালের।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.